Overblog
Follow this blog Administration + Create my blog
March 24 2011 4 24 /03 /March /2011 17:28

বাবা জোগলু,

আমি ভালো আছি এবং আশা করি তুমিও ভালই আছ।
আমি এই পত্র খানা ধিরে ধিরে লিখিতেছি,কারণ আমি জানি তুমি দ্রুত পড়তে পার না।
আমরা এখন আর আগের ঠিকানায় থাকি না। সংবাদপত্রে তোমার বাবা জানতে পারল যে দুর্ঘটনা সর্বাপেক্ষা বাড়ি থেকে ২০ মাইলে ঘটে, তাই আমরা ২০ মাইল দূরে চলে এসেছি।

আমি তোমাকে আমাদের নতুন ঠিকানা দিতে পারছি না,কারণ আগে যে সরদার এই বাড়িতে ছিল সেই সরদার বাড়ি্র ঠিকানা প্লেট সাথে নিয়ে গেছে তাদের নতুন বাড়িতে লাগানোর জন্য।এতে নাকি ওদের ঠিকানা বদ্লাতে হবে না।

আমিও আশা করছি আগামী সপ্তাহ আমাদের পুরাতন বাড়ির ঠিকানা প্লেট এই বাড়িতে লেগে যাবে। তখন আর আমাদেরও ঠিকানা বদ্লাতে হবে না।

এই বাড়িটা খুব সুন্দর, এখানে কাপড় ধোয়ার একটা মেশিনও রয়েছে।কিন্তু কাজ করছে কি না একটু সন্দেহ রয়েছে। গত সপ্তাহ তোমার বাবার একটা সার্ট মেশিনে ঢুকিয়ে চেইন টান দেওয়ার পর সার্ট কোথায় যে গেল খুঁজে পাইনি।

এখানকার আবহাওয়াও তেমন খারাপ না। গত সপ্তাহ মাত্র ২ বার বৃষ্টি হয়েছে,প্রথম বার অবিরাম ৩দিন আর দ্বিতীয় বার ৪ দিন মাত্র।

আর যে কোট তুমি চেয়েছিলে ওজন একটু বেশি হওয়ার কারণে,ধাতুর সব বোতাম গুলা খুলে কোটের পকেটে ভরে পাঠিয়ে দিছি। 

তোমার বাবা নতুন একটা কাজে যোগ দিয়েছেন তার নিচে ৫০০ লোক রয়েছে।তার কাজ হল গোরস্তানে ঘাস কাটা।

আমি বঊমাকে নিয়ে পাশের বাড়ির মহিলার সাথে ক্লাব পুলসাইড নামের এক জায়গায় গিয়েছিলাম।ওখানে সাঁতার কাটলে নাকি শাস্থ ভাল থাকে।কিন্তু বদমাশ ম্যানেজার বলে ২পিস সুইমিং সুট তাদের ক্লাবে পড়ার অনুমতি নেই।তাই কোন পিস খুলব আমরা কোন সিদ্ধান্ত না নিতে পারায় বউমা সুইম করতে পারল না।

তোমার বোনের বাচ্ছা হয়েছে,কিন্তু ছেলে না মেয়ে আমি এখনও নিশ্চিত হতে পারিনি।তাই তুমি মামা হয়েছ নাকি খালা বলতে পারছি না।

তোমার কাকা পাশের এক কোয়াতে পড়ে যাওয়ার পর কিছু লোক ওর হাত ধরে টানাটানি করেছিল,কিন্তু তোমার কাকা সাহসের সাথে একাই ওদের সাথে লড়ে যায়,এবং ভয়ে ওরা সবাই পালিয়েছিল।পরে তোমার কাকা ডুবে যায়। আমরা ৩দিন ওকে কোয়াতেই পোড়িয়েছি।

এখানে আর বিশেষ কোন খবর নেই।উল্লেখ যোগ্য তেমন কোন কিছু ঘটে নাই।

ইতি
তোমার মা।

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 17:27

Practice করলে perfect হওয়া যায়…
কিন্তু,তারপরও আমরা কেউ Perfect না..... . 
তাহলে practice করে কি লাভ?

আমরা এখানে অন্যদের সাহায্য করার জন্য তা যদি সত্যি হয়ে থাকে,
তাহলে অন্যরা এখানে কিসের জন্য? 

যারা wise তাহারা নাকি বিয়ে করে না।
আর যখন বিয়ে করে তখন otherwise হয়ে যায়।

আপনার বাবা দরিদ্র হলে সেটা আপনার নিয়তি,
কিন্তু শ্বশুর দরিদ্র হলে সেটা হবে আপনার বোকামি।

যত বেশি শিখবে,ততো বেশি জানবে,
যত বেশি জানবে,ততো বেশি ভুলবে,
যত বেশি ভুলবে,ততো কম জানবে,
তাহলে শেখার কি দরকার?

আপনার ভবিষ্যৎ যদি স্বপ্নের উপর নির্ভর করে,
তাহলে জেগে আছেন কেন? ঘুমাইতে যান।

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 17:10

আরে বাহঃ তোমাকে তো আজ…


স্ত্রীঃ আরে বাহঃ তোমাকে তো আজ…
স্বামীঃ আমাকে আজ কি? বলো,বল থেমে গেলে কেন?
স্ত্রীঃ না,বলছিলাম তোমাকে আজ দেখতে যা লাগছে না… একের ভিতর তিন।
স্বামীঃ থ্যাঙ্কু,থ্যাঙ্কু
স্ত্রীঃ তোমার এক সাইড দেখতে মিশু সওদাগর আর অন্য সাইড এক্কেবারে কাবিলার মত।
আর হ্যায়ার স্টাইল মাশাল্লাহ জাম্বোও ফেইল।তোমার চোখ-মুখ...সুবহানাল্লাহ…
হাসি আর কথা হুবহু ডিপজলের মত মিষ্টি এবং উজ্জ্বল।
আচ্ছা বাংলা সিনেমার ভিলেন ছাড়া তোমার মাঝে কী তোমার বাবার কোন কোয়ালিটি নাই? 
স্বামীঃ বুঝতে পারছি না তুমি আমার তারিফ করছ নাকি অপমান…
…তবে আমার মাঝে আমার বাবার কোয়ালিটি না থাকলেও তোমার বাবার অনেক গুন আমার মাঝে আছে সেটা তুমি অস্বীকার করতে পারবে না।
স্ত্রীঃ যে বাবার গুন আমার মাঝে নাই তা তোমার মাঝে আসলো কীভাবে? I’m Mummuy’s Girl.
স্বামীঃ তাহলে তো আমি Father in Law’s Boy.
স্ত্রীঃ যে নিজের বাবার হতে পারেনি সে অন্যের কি করে হয়?
স্বামীঃ তোমার বাবা যেমন গৃহপালিত…
স্ত্রীঃ কি? মুখে লাগাম দেও। তোমার বাবা কি গোয়ালঘরে পালিত?
স্বামীঃ আরে না,রাগ করছ কেন? আমি বলছিলাম তোমার বাবা যেমন ঘরজামাই আমিও ঠিক…
স্ত্রীঃ তুমি কিন্তু আমার বাবাকে …
স্বামীঃ আরে না,না,তোমার বাবাকে অপমান করা মানে নিজের অপমান করা।
স্ত্রীঃ আর তোমার বাবা কি কম? হারকিপটে…
জুতা ছিঁড়ে যাবে বলে পায়ে না পড়ে বগলে রাখেন।আর জামা,জামা গায়ে না দিয়ে কাঁদে ঝুলিয়ে রাখেন।
স্বামীঃ এইটা তো বুদ্ধিমানের কাজ।
স্ত্রীঃ তাহলে তো ঘরজামাই হয়ে আমার বাবা মহা বুদ্ধিমানের কাজ করেছেন।
স্বামীঃ তোমার বাবা বুদ্ধিমানের সাথে বড্ড সাহসীও ঠিক আমার মত।
স্ত্রীঃ চুপ,তোমার মত হতে যাবে কেন আমার বাবা? যাও চা করে নিয়ে আসো।
স্বামীঃ এক্ষণী যাচ্ছি। আসলে তোমার এই কোয়ালিটা না আমার বাবার মাঝে ও রয়েছে।ধমক দিয়ে ছাড়া কথা বলে না।ওনার কথার উপর আমার মায়ের কোন কথাই চলে না।
স্ত্রী;এইটা তোমার বাবার না, এইটা আমার মায়ের কোয়ালিটি।যাও বাজে কথা বাদ দিয়ে চা নিয়ে আস তাড়াতাড়ি।আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে।
স্বামীঃ যাচ্ছি,ফুলন দেবীর মত ধমক না দিয়ে একটু মিষ্টি স্বরে…
স্ত্রীঃ যাও বলছি।

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 17:08

আমাদের যোগাযোগ ব্যবস্থা- Wireless
আমাদের টেলি ফোন- Cordless
আমাদের রান্না-বান্না- Fireless
আমাদের তরুণ-তরুণী- Jobless
আমাদের খাদ্য- Fatless
আমাদের শ্রম- Effortless
আমাদের আচরণ- Worthless
আমাদের সম্পর্ক- Loveless
আমাদের ভাব-ভঙ্গি- Careless
আমাদের অনুভূতি- Heartless
আমাদের রাজনীতি- Shameless
আমাদের শিক্ষা,দক্ষতা- Valueless
আমাদের ঝগড়া- Baseless
আমাদের কাম কাজ - Thankless 
আমাদের বস- Brainless
আমাদের বেতন- Very less
আমাদের ইমেইলস- Useless 

বাকি আপনারা বলুন। 

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 17:05

Customer: Hi, this is Celine. I can't get my diskette out.
Tech support: Have you tried pushing the Button?
Customer: Yes, sure, it's really stuck.
Tech support: That doesn't sound good; I'll make a note.
Customer: No, wait a minute... I hadn't inserted it yet... it's still on my desk... Sorry....
**********
Tech support: What kind of computer do you have?
Female customer: A white one...
Tech support: Click on the 'my computer' icon on to the left of the screen.
Customer: Your left or my left?
**********
Tech support: Good day. How may I help you?
Male customer: Hello... I can't print.
Tech support: Would you click on "start" for me and...
Customer: Listen pal; don't start getting technical on me! I'm not Bill Gates.
**********
Customer: Hi, good afternoon, this is Martha, I can't print. Every time I try, it says 'Can't find printer'. I've even lifted the printer and placed it in front of the monitor, but the computer still says he can't find it...
**********
Customer: I have problems printing in red...
Tech support: Do you have a color printer?
Customer: Aaaah....... ......... ....thank you.
**********
Tech support: What's on your monitor now, ma'am?
Customer: A teddy bear my boyfriend bought for me at the 7-11.
**********
Customer: My keyboard is not working anymore.
Tech support: Are you sure it's plugged into the computer?
Customer: No. I can't get behind the computer.
Tech support: Pick up your keyboard and walk 10 paces back
Customer: OK
Tech support: Did the keyboard come with you?
Customer: Yes
Tech support: That means the keyboard is not plugged in. Is there another keyboard?
Customer: Yes, there's another one here. Ah...that one does work...
**********
Tech support: Your password is the small letter "a" as in apple, a capital letter V as in Victor, the number 7.
Customer: Is that 7 in capital letters?
**********
Customer: I can't get on the Internet.
Tech support: Are you sure you used the right password?
Customer: Yes, I'm sure. I saw my colleague do it.
Tech support: Can you tell me what the password was?
Customer: Five stars.
**********
Tech support: What anti-virus program do you use?
Customer: Netscape.
Tech support: That's not an anti-virus program.
Customer : Oh, sorry...Internet Explorer.
**********
Customer: I have a huge problem. A friend has placed a screen saver on my computer, but every time I move the mouse, it disappears.
**********
Tech support: How may I help you?
Customer: I'm writing my first e-mail.
Tech support: OK, and what seems to be the problem?
Customer: Well, I have the letter 'a' in the address, but how do I get the circle around it?
**********
A woman customer called the Canon help desk with a problem with her printer.
Tech support: Are you running it under windows?
Customer: "No, my desk is next to the door, but that is a good point. The man sitting in the cubicle next to me is under a window, and his printer is working fine."
**********
And last but not least...
Tech support: "Okay Bob, let's press the control and escape keys at the same time. That brings up a task list in the middle of the screen. Now type the letter "P" to bring up the Program Manager"
Customer: I don't have a P.
Tech support: On your keyboard, Bob.
Customer: What do you mean?
Tech support: "P".....on your keyboard, Bob.
Customer: I'M NOT GOING TO DO THAT!

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 17:02

স্বামী কাজ থেকে বাসায় ফেরার পর...

স্বামীঃ শুভ সন্ধ্যা প্রিয়তমা,আমি এখন logged in.”
স্ত্রীঃ আমার আংটি এনেছ?
স্বামীঃ Bad command or filename.
স্ত্রীঃকিন্তু আমি তোমাকে সকালে বলেছি…
স্বামীঃ Erroneous syntax.
স্ত্রীঃ আমার জন্য নতুন ব্লাউজ এনেছ?
স্বামীঃ Variable not found…
স্ত্রীঃ অন্ততঃ তোমার ক্রেডিট কার্ডটা দাও,আমি কিছু সপিং করব।
স্বামীঃ Sharing Violation. Access denied…
স্ত্রীঃ তুমি কি আমাকে ভালবাস,না কম্পিউটার কে ভালবাস বেশি,না তুমি
আমার সাথে রসিকতা করছ?
স্বামীঃ Too many parameters. Abort!
স্ত্রীঃ তোমার মত হাবাকে বিয়ে করে মারাত্মক ভুল করেছি।
স্বামীঃ Data type mismatch.
স্ত্রীঃ তুমি আস্ত একটা অপদার্থ।
স্বামীঃ Default Parameter.
স্ত্রীঃ তোমার বেতনের খবর কি?
স্বামীঃ Access denied. File in use…
স্ত্রীঃ সকালে গাড়িতে তোমার সাথে কে ছিল?
স্বামীঃ System unstable. Press CTRL + ALT + DEL to Reboot.

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 16:59

 

বাংলাঃ
১। কাজের মানুষ= অকর্মা মানুষ।
২।ভালোবাসা দিবে কি না বল= ক্রেডিট কার্ড দিবে কি না বল।
৩।ভালো লাগে রে লাগে= অসহ্য লাগে রে লাগে।
৪।প্রিয় সাথী=অপ্রিয় হাতি।
৫।ছোট ছোট আশা= নামি দামি গাড়ি আর হাইফাই বাসা।
৬।মনে বড় কষ্ট=জীবন আমার নষ্ট।
৭।সুজন সখী=দুজন দুঃখী।
৮।স্বপ্নের ঠিকানা=ঝগড়ার কারখানা। 
৯………………………।তোমায় ছাড়া বাঁচবোনা= টেকা পইসা কি আর থাকবো না,,,,,,(একলা তেপান্তর)
১০…………………।স্বপ্নের পৃথিবী = দুঃস্বপ্নের পৃথিবী,
১১।হঠাৎ বৃষ্টি = সারাদিন কান্না,
১২।আনন্দাশ্রু = কষ্টের অশ্রু, (হীরা-সিটিজি) 

হিন্দিঃ
১।মেরা সাজন উস পার হে=মেরা সাজন নাথরুম পে হে।
২।হাম দিল দে চুকে সনম= হাম বাথ লে চুকে সনম।
৩।মেরা দিল আপকে পাস হে=মেরা সাবুন আপকে পাস হে।
৪।হাম আপকে দিল মে রেহতে হে= হাম আপকে কিচেন মে রেহতে হে।
৫।আগর তুম না হতে=কাশ তুম নাহি হতে।
৬।মেয়নে পিয়ার কিয়া= মেয়নে এঃ কেয়া কিয়া।
৭।কুচ কুচ হতা হে= হর শাল হতা হে।
৮।চন্দ্র মুখী= পাতি দুঃখী।
৯।………………………….আপনারা লিখেন ।
১০।…………………………. আপনারা লিখেন। 

বিয়ের আগে উপর থেকে পড়ে যান।।


বিয়ের পর নিচ থেকে পড়ে আসেন।।

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 16:58
যে স্ট্যাটাস কেউ লেখে না

এইমাত্র হাই তুললাম কিংবা এখন টয়লেটে যাচ্ছি—এই জাতীয় কথাও আজকাল স্ট্যাটাস হিসেবে লেখা হচ্ছে। তবে কিছু কথা কেউ কখনো স্ট্যাটাস হিসেবে লেখবেন না। তেমনই কিছু কথা শোনাচ্ছেন ইকবাল খন্দকার।

আবির শাহরিয়ার আজ স্যার আমাকে সবার সামনে কান ধরে উঠ-বস করালেন।
15 seconds ago . Comment . Like

ইকবাল আখতার সিঁড়ি দিয়ে ওঠার সময় একসঙ্গে দুই সিঁড়ি ডিঙাতে গিয়ে আজ নতুন প্যান্টটা ফাটিয়ে ফেললাম।
20 seconds ago . Comment . Like

চৌধুরী আবুল হোসেন ভিড়ের মধ্যে একজনের ওড়না ধরে মৃদু টান দেওয়ার অপরাধে গণধোলাই খেলাম।
35 seconds ago . Comment . Like

আমিন খন্দকার আজকের ঝোড়ো হাওয়ায় আমার মাথার পরচুলা উড়ে গিয়েছিল।
55 seconds ago . Comment . Like

আওরঙ্গজেব আজ আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। যে শার্ট-প্যান্ট পরে যাচ্ছি, সেগুলো আমার আরেক বন্ধুর। বেল্টটাও…।
15 minutes ago . Comment . Like

সোহেল খান আমার বউ আগামীকাল বাপের বাড়ি যাবে। আমি তখন পারভীনের সঙ্গে সিনেমা দেখতে যাব।
35 minutes ago . Comment . Like

জয়দেব পলাশ পাবলিক বাসে ভাড়া না দিয়েও বলেছিলাম দিয়েছি। শেষে ধরা পড়তে হলো এবং বাস থেকে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হলো।
47 minutes ago . Comment . Like

সোহাগ রহমান গতকাল এক দোকান থেকে বেশ দামি একজোড়া জুতা চুরি করেছিলাম। কিন্তু সেই দৃশ্য সিসি টিভিতে ধরা পড়ায় এখন নাকি আমাকে খোঁজা হচ্ছে।
49 minutes ago . Comment . Like

সুনীল রায় আজ আমার প্রেমিকার বিয়ে ছিল। বিয়েতে খুব মজা করলাম।
59 minutes ago . Comment . Like

রবিউল ইসলাম আজ আব্বার আলমারি খুলে টাকা নেওয়ার সময় ধরা খেয়েছি এবং আমাকে অনির্দিষ্টকালের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
5 hours ago . Comment . Like

রুবেল আরমান উল্টাপাল্টা কমেন্ট করার অপরাধে বেশ কজন আমাকে তাদের ফ্রেন্ড-লিস্ট থেকে বের করে দিয়েছে।
15 hours ago . Comment . Like

পল্লব বণিক আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি ছাড়া সবাই পাস করেছে।
22 hours ago . Comment . Like

আশুতোষ কর্মকার গত মেলায় প্রকাশিত আমার বইটি মোট চার কপি বিক্রি হয়েছিল। শুনেছি প্রকাশক নাকি তার মোবাইল ফোন থেকে আমার নম্বর ডিলিট করে দিয়েছে।
25 hours ago . Comment . Like

রতন চৌধুরী স্টলে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মেরেই আজকের পত্রিকার হেড লাইনগুলো পড়ে চলে এসেছি।
31 hours ago . Comment . Like

আমির হোসেন রোদে আমার গায়ের রং আরও কালো হয়ে গেছে। গতকাল পাশের বাড়ির দুটো বাচ্চা আমাকে দেখে ভূত ভূত বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
42 hours ago . Comment . Like

শামসুল হক সিনেমা দেখতে গিয়েছিলাম। থার্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে বসার অপরাধে শো শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই আমাকে হল থেকে বের করে দিয়েছে।
47 hours ago . Comment . Like

শহীদুল হক আমি আজকাল ইন করে জামা পরছি। কারণ আমার শার্টের নিচের দিকের বোতাম নেই।
55 hours ago . Comment . Like

সূত্র: দৈনিক প্রথম আলো। 

নীল কাব্য-আমিও কিছু দেই 
মকবুল: সকাল বেলা টয়লেটে যাওনের লইগ্যা রাইনে খারায়া আছিলাম, কতখুন পরে লুঙ্গি নষ্ট হয়া গেল গা, পরে হাতে থাকা বদনার পানি দিয়া লুঙ্গি ধুইয়া, আবার গেলাম পানি আনতে, আইসা দেহি লাইন আগের চে ডাবল, শ্যাষম্যাষ আবার লাইনে দাড়াইলাম।
1 hours ago . Comment . Lik

বাতেন: কাল রাতে লোডশেডিংয়ের সময়, পাচঁ টাকা দিয়ে একটা হট প্যাটিস কিনে খাচ্ছিলাম, কিছুক্ষন পরে নাকে একটা গন্ধ আসল ভাবলাম ড্রেনের ময়লার গন্ধ, কারেন্ট এল, হাতের দিকে তাকিয়ে দেখি হট প্যাটিসের সাথে শুকনা মরিচ ভেবে অর্ধেক তেলাপোকা খেয়ে ফেলেছি।
37 minutes ago . Comment . Like

শেখ কাবিল: গালর্স স্কুলের সামনে দাড়িয়ে, আড্ডা দিচ্ছিলাম কয়েক জন, জর্জেটের শাড়ী পরা একজন কে পেছন থেকে দেখে বেশ জোরেই বললাম হাই হটি, পরে তিনি তাকালেন আর আমি দিলাম দৌড়, কারণ- সে আমার হবু শাশুড়ী ছিল
47 minutes ago . Comment . Like

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 16:42


হাতের লেখা
পুরুষ : লেখা কোনো রকমে পড়া গেলেই হলো। কাকের ঠ্যাং-বকের ঠ্যাং কী হচ্ছে তা নিয়ে মোটেও মাথা ঘামায় না।
নারী : লেখা হতে হবে মুক্তোর মতো ঝরঝরে।

কেনাকাটা
নারী : প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট বানিয়ে বাজারে গিয়ে সেগুলো কিনে আনে।
পুরুষ : যতক্ষণ না বাড়ির চাল-ডাল সব শেষ বলে বউ চেঁচাতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত বাজারে যেতে চায় না। বাজারে গিয়ে যা পছন্দ হয় তা-ই কিনতে চায়। কখনো কখনো দাম দিতে গিয়ে দেখে, সে মানিব্যাগ আনতে ভুলে গেছে।

মিতব্যয়িতা
নারী : এক টাকা দামের জিনিসের জন্য কখনোই দুই টাকা খরচ করবে না। তা সে যত পছন্দসই হোক না কেন।
পুরুষ : যা পছন্দ হবে তা কিনতেই হবে। জিতে কিংবা ঠকে যেভাবেই হোক।

তর্ক
নারী : তর্কাতর্কির শেষ কথাটি হবে নারীর।
পুরুষ : নারীর পর পুরুষের কথা বলা মানে নতুন তর্কের শুরু।
প্রেম
পুরুষ: প্রতিটি পুরুষই চায় কোনো নারীর প্রথম প্রেম হতে।
নারী: নারীরা চায় তারা তাদের ভালোবাসার পুরুষটির শেষ প্রেম হোক।

ব্রেকআপ
নারী : সম্পর্ক ভেঙে গেলে কাছের কোনো বান্ধবীকে জড়িয়ে হাপুস নয়নে কাঁদতে থাকে। কিংবা ‘পুরুষ বড় নির্বোধ’ জাতীয় কবিতা লেখা শুরু করে এবং নতুনভাবে জীবনটা শুরু করার চেষ্টা করে।
পুরুষ : ব্রেকআপ হওয়ার ছয় মাস পরও সাবেক প্রেমিকাকে রাতবিরেতে ফোন করে ‘ডাইনি, তুই আমার জীবনটা শেষ করে দিলি’—এ জাতীয় ডায়ালগ ঝাড়তে থাকে।

বিয়ে
নারী : মনে করে বিয়ের পর হাজব্যান্ড বদলে যাবে, কিন্তু তা হয় না।
পুরুষ : মনে করে প্রেমিকা স্ত্রী হওয়ার পরও একই রকম থাকবে। কিন্তু স্ত্রী বদলে যায়।

স্মৃতি
নারী : যে পুরুষটি তাকে বিয়ে করতে চায় তাকে সারা জীবন মনে রাখে।
পুরুষ : সেসব নারীকে মনে রাখে যাদের সে বিয়ে করেনি।

বাথরুম
পুুরুষ : সাধারণত ছয়টি জিনিস থাকে। সাবান, সেভিং ক্রিম, রেজর, টুথব্রাশ, আর তোয়ালে (ক্ষেত্রবিশেষে কোনো হোটেল থেকে চুরি করা)।
নারী : সাবান, টুথব্রাশ, টুথপেস্ট তো আছেই সেই সঙ্গে শ্যাম্পু, চিরুনি, লিপস্টিক….আরও কত কী! বেশির ভাগ জিনিস পুরুষেরা চিনবেই না।

জুতো
নারী : গরমের দিনে অফিস ডেস্কের নিচে পা ঢুকিয়ে জুতো খুলে রাখে।
পুরুষ : সারা দিন এক জুতা-মোজাই পায়ে দিয়ে রাখে।

পশু-পাখি
নারী : পশু-পাখি ভালোবাসে।
পুরুষ : পশু-পাখিকে কষ্ট দিতে ভালোবাসে।

সন্তান
নারী : নারীরা তাদের সন্তানদের পুরোপুরি চেনে। তাদের সুখ, দুঃখ, স্বপ্ন, বন্ধু, গোপন ভয় এমনকি গোপন প্রেম সম্পর্কেও তারা জানে।
পুরুষ : নিজের বাড়িতে মোট কয়জন মানুষ আছে তা-ও সব সময় মনে রাখতে পারে না।

অলংকার
নারী : যেকোনো ধরনের অলংকার পরলেই নারীদের সুন্দর দেখায়।
পুরুষ : বড়জোর একটা আংটি কিংবা ব্রেসলেট। এর চেয়ে বেশি কিছু পরলেই লোকে মন্দ বলতে শুরু করে।

বন্ধু
নারী : বান্ধবীরা মিলে আড্ডা দিতে গেলে নিজেদের সুখ-দুঃখের আলাপেই ব্যস্ত থাকে।
পুরুষ : পুরুষদের আড্ডায় ‘দোস্ত তোর লাইটারটা দে তো’ জাতীয় কথাবার্তাই বেশি শোনা যায়।

বাইরে খাওয়া
নারী : ভাগাভাগি করে বিল দেয়।
পুরুষ : সবাই চায় অন্যের ওপর বিল চাপিয়ে দিতে। কারও কাছেই ভাংতি থাকে না।

কাপড় ধোয়া
নারী : প্রতি সপ্তাহে নিয়মিত কাপড় কাচে।
পুরুষ : চিমটি কাটলে ময়লা বের না হওয়া পর্যন্ত কাপড়ে সাবান ছোঁয়ায় না।

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 15:58

Share this post
Repost0

রঙ্গীলার রঙের দুনিয়া

  • : রঙ্গীলার রঙের দুনিয়া
  • : Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
  • Contact

Chat Box-চ্যাট বক্স

Search-অনুসন্ধান

Archives-আর্কাইভ

Page-পাতা

Category-ক্যাটাগরি