Overblog
Follow this blog Administration + Create my blog
March 24 2011 4 24 /03 /March /2011 17:27

 বাবা মতলিব।(আমার নিজের লেখা হাসির গল্পের অংশ)

পাড়া পড়শীর মতে মতলিব নাকি উঠানি কপাল নিয়ে জন্মেছেলেখা পড়া কম জানা মতলিব মাশাল্লাহ বউ পাইছে শিক্ষিতা এবং সুন্দরীতাই মতলিব এখন স্মার্ট হওয়ার চেষ্টার সাথে কটর কটর  ইংরেজী কথা বার্তা বলতে শুরু করেছে
একদিন ডাক্তার থেকে ফেরার পর মতলিব স্ত্রীকে বলছে
Hear Dear ডাক্তার কইছে আমার নাকি পেটে Culture এর ভাব আছে ঔষধ দিয়েছে আর কইছে খেয়ে না সারলে আবর্শন(Abortion) করা লাগতে পারে
কিহায় রে আল্লাহ আমি কোথায় যাইকত করে বলেছি এইসব ইংলিশ্ বাদ দেওকই Ulcer কে Culture আর operation কেabortion বলছ তুমি 
আরে তুমি আমার শিক্ষিতা বউ তোমার একটা প্রেস্টিজ আছে না!!আচ্ছা এইসব বাদ দেও আর তাড়াতাড়ি তৈয়ার হয়ে যাওআজ না সন্ধার পর আমার Barrister in law পিঙ্কির Arrangement!!দোকান থেকে একটা কিছু Shift নিয়ে আসতে হবে
তুমি আবারো……শুন Barrister in law না Sister-in-lawহবে। আর Arrangement না বল Engagement আর Gift.
সরি সরি Slip of ঠেং
উফফ ঠেং না Tongue হবে
হ. তোমাকেতো আমাদের পাড়ার আজকের News Deadlineকইতে ভুলে গেছি
কি হইছে আজ?আর Deadline না Headline.
ঐ যে আমাদের সুরকুম আলী ওর মেয়ে নাকি রুস্তুম আলীর ছেলের Hand Catch করে পালাইছেসুরকুম আলী কাঁদিতেছেShe is Frying
আরে কও কি?
আরে Hear খবর Finishing না। তোমার মনে আছে আমাদের মফিজের ছেলে হান্নান আর মন্নান বিদেশ গিয়েছিল
হা মনে আছে ওদের আবার কি হইছে,শুনলামতো ভালই আয় রোজগার করছে দুজনে মিলে
আরে হাছা কথা Fruth কেউ কাউরে কয়না। আজ শুইনা আসলাম ওরা দুজন আগে বেকার ছিল এখন দুজন মিলে নাকি বড় ভিখারী ব্যাবসা শুরু করেছে
উফফ তোমাকে নিয়ে না আমি মহা বিপদে পড়েছিকি কইতে কি কওআমি চিঠিটা পড়েছিওরা Baker ছিল বেকার না,আর এখন দুজন মিলে Bakery দোকান করেছে ভিখারী না
আচ্ছা আচ্ছা বাবা ভুলে Mistake হয়েগেছেশুন আরেকটা খবরআফিজের ছেলে নাকি Diversity তে ভর্তি হবে 
ও আমার আল্লাহ আমি এইসব উলটাপালটা ইংরেজী থেকে কবে মুক্তি পাবUniversity কে Diversity
যথেষ্ট খবর পড়া হয়েছে যাও তুমিও হাত মুখ ধুয়ে রেড়ি হয়ে নেও আর আমাকে মুক্তি দেও।।

Share this post
Repost0
March 24 2011 4 24 /03 /March /2011 14:15

এইসব গল্প হয়ত অনেকের জানা তার পরও ভালো লাগলো তাই শেয়ার করলাম।একটু চক্ষু বন্ধ করে আবার পড়ে নিবেন।

এই শূয়ার কা বাচ্চা

একবার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় গোপালের উপর কোন একটা কারণে খুব চটিয়া গিয়েছিলেন।তিনি রাগ সামলাইতে না পারিয়া বলিয়া উঠিলেন--এই শূয়ার কা বাচ্চা!
গোপাল কড়জোড়ে বলিল--হু্জুর মা-বাপ সব বলতেপারেন।
মহারাজ পালটা মূর্খের মতো গালি খাইয়া মুখ টিপিয়া হাসিলেন।

গোপালের স্বপ্ন দেখা

গোপালের গিন্নী রাতে গোপালের ধুম ভাঙ্গিয়ে বললো-ব্যাপার কী চশমা পরে ঘুমাচ্ছ কেন?
গোপাল নতুন চশমা নিয়েছে।খাপ্পা হয়ে বললো,চোখে ছানি পড়েছে,চশমা ছাড়া স্বপ্ন দেখবো কী করে?

গোপাল চাদর

গোপালের গিন্নী একটা শব্দ পেয়ে ছুটে গেছে গোপালের কাছে।
-কি হল? কিসের শব্দ?
গোপাল বলল,চাদরটা পড়ে গিয়েছিল।
-তাতেই এত শব্দ?
গোপাল বলল,আমিও যে চাদরের মধ্যে ছিলাম।

গোপালের রাম নাম

একদিন মহারাজ গোপালের সহিত বাগানে বেড়াইতে বেড়াইতে কৌতুকছলে গোপালকে জড়াইয়া ধরিয়া বলিলেন-আচ্ছা গোপাল,তুমি আমায় ছাড়িয়ে যাও দেখি।গোপাল কোন কথা না বলিয়া রাম নাম জপ করিতে লাগিল।
মহারাজ বলিলেন—ওকি গোপাল কি হচ্ছে?
গোপাল বলিল—রামনাম করছি।
মহারাজ বলিলেন—রামনাম করছ কেন?
গোপাল বলিল—মহারাজ দশার বাটার নাম শুনলে ভূত ছাড়ে আর আপনে ছাড়বেন না।

গোপালের সুসংবাদ

সুসংবাদ দিলে বকশিস পায় জেনে এক লোক গোপালকে হিয়ে বলল—তোমার জন্য খুব ভাল খবর আছে গোপাল।
--কী খবর?
--তোমার পাশের বাড়িতে পোলাও রান্না হচ্ছে।
--তাতে তোমার কী?
--তোমাকে সে পোলাও দেবে বলেছে।
--তাতে তোমার কী?

আলোটা জ্বেলেই দেখতে পার

একদিন মহারাজ গোপালকে বললেন—ওহে গোপাল! কাল খুব ভোরে দরবারে আসো একটা জরুরী পরামর্শ আছে,গোপাল সম্মতি জানিয়ে বাড়ি ফিরে এলো।
রাত্রে আহারাদির পর গোপাল স্ত্রীকে বলল—খুব ভোরে রাজ-বাড়ি যেতে হবে।সে যেনহ খুব ভোরে তাকে ডাকে দেয়।

দৈবক্রমে সেদিন খুব ভোরেই গোপালের ঘুম ভেঙ্গে গেল আপনা থেকেই।সে তখন স্ত্রীকে ধক্কা দিয়ে তুলে বলল—বাইরে বেরিয়ে দেখ তো সূর্য উঠলো কি না।
স্ত্রী চোখ ঘষতে ঘষতে বাইরে থেকে ঘুরে এশে বলল চারিদিকে অন্দ্বকার।কি করে সূর্য দেখব।
গোপাল বলল—অন্দ্বকারে যদি দেখতে না পাও,আলোটা জ্বেলে দেখলেই তো পার।

বিবি দিয়ে ধরে নিন

সেদিন রাজ-বাড়িতে কি একটা কাজ ছিল সেজন্য গোপাল খুব সেজে গুজে রাজসবায় গেল।তার পরণে শান্তিপুরী জরিদার ধুতি,গরদের জামা,গায়ে কাশ্মিরী শাল,পায়ে চকচকে পামসু,হাতে ছড়ি।
এই রকম পোষাক—পরিচ্ছেদে সেজে গোপাল রাজসবায় ঢুকতে যাবে হঠাৎ প্রধান প্রবেশ পথে একনজনের সঙ্গে দেখা হয়ে গেল গোপালের । এই লোকটি গোপালকে দেখত পারতনা।সব সময় গোপালকে ঠকাবার চেষ্টা করত।সে গোপালকে এই রকম সেজে গুজে রাজসবায়
ঢুকতে দেখে বলল—কিরে গোপাল! তুই যে একবারে চিঁরে গোলাম সেজে এসেছিসরে!
গোপাল হাসতে হাসতে জবাব দিল—ঠিকই বলেছেন দাদা! তা চিঁড়ের গোলামকে আপনার বিবি দিয়ে ধরে নিন না।
মুখের মত জবাব পেয়ে লোকটি তাড়া তাড়ী সরে পড়ল।

Share this post
Repost0

রঙ্গীলার রঙের দুনিয়া

  • : রঙ্গীলার রঙের দুনিয়া
  • : Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
  • Contact

Chat Box-চ্যাট বক্স

Search-অনুসন্ধান

Archives-আর্কাইভ

Page-পাতা

Category-ক্যাটাগরি