Overblog
Follow this blog Administration + Create my blog
January 30 2011 7 30 /01 /January /2011 00:53

shahedrubel_1285825766_1-35663_131302346
জেলায় জেলায় বিয়া কইরা চাচা পরছেন ফান্দে,
একটারে আদর করলে আরেকটায় কান্দে।
ভাই বোনেরা আছেন যত পড়েন দিয়া মন,
ছন্দে ছন্দে করছেন চাচার কাহেনী বর্নন।

১।Smileপ্রথমেতে করলাম বিয়া
জেলা বাঘেরহাট,
বাসর রাইতে বৌয়ের ভাঁড়ে
ভাইঙ্গা গেল খাট।

২।Smileতারপরেতে করলাম বিয়া

জেলা বান্দরবন,
ভালোবাইসা গেলাম শুধু
পাইমা না তার মন।

৩।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা বরগুনা,
বাসর রাইতে জানতে পারলাম
বউ আমার কানা।

৪।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা বরিশাল,
বঊ আমায় ভালা পায় না
ভালা পায় আমার মাল।

Smile
৫।তারপরেতে করলাম বিয়া
জেলা ব্রাহ্মণবাড়িয়া,
বাসর রাইতে পলাইছে বঊ
প্রেমিকের হাত ধরিয়া।

৬।Smile
তারপরেতে করলাম বিয়া
জেলা ভোলা,
বাসর ঘরে নিয়া আইছে
তিন মাসের এক পোলা।

৭।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা রাঙ্গামাটি,
বউ আমার যেমন তেমন
শালী ফাটাফাটি।

৮।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা রংপুর,
বউ আমার কাছে আয়না
থাকে দূরে দূর।

৯।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা সিলেট,
পাঁচ বেলা খেয়েও
ভরে না তার পেট।

১০।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা নোয়াখালী,
বউ আমার ভালো লাগে না,
ভালো লাগে শালী।

১১।Smileতারপরেতে করলাম বিয়া
জেলা কুড়িগ্রাম,
বউ আমার দেখতে যেন
আলকাতরার ড্রাম।

১২।Smile
তারপরেতে করলাম বিয়া
জেলা চুয়াডাঙ্গা
বাসর রাইতে জানতে পারলাম
বউয়ের ঠেং এক্কান ভাঙ্গা।
১৩।Smile
তারপরেতে করলাম বিয়া
জেলা নরসিংদী,
কথায় কথায় ঘুষি মারে
বাথরুমে বইসা কান্দি।

১৪।Smile
তারপরেতে করলাম বিয়া
জেলা পঠুয়াখালি,
বাসর রাইতে পলাই গেছে
লকার কইরা খালি।

১৫। Smileরুবেল ভাই-জামালপুরঃ
তার পরেতে করলাম বিয়া
জেলা জামালপুর
কেউ জানে না বউডা আমার
কত যে সুন্দুর।

১৬। রুবেল ভাই-চিটাগাংSmile
তারপরেতে করলাম বিয়া -
জেলা চিটাগাং -
বউ আমার কথা শোনেনা -
করে চটাং চটাং।

Smile
১৭। রুবেল ভাই-ঢাকাঃ
তার পরেতে করলাম বিয়া
হেইডা হইলো ঢাকা
বাসর রাইতে গিয়া দেখি
ফুল বিছানা ফাকা।

Smile১৮।রুবেল ভাই-টাংগাইলঃ
তার পরেতে করলাম বিয়া
জিলা টাংগাইল
বাসর রাইতে হুনতে হইছে
আমায় চরম গাইল।

Smile১৯। রুবেল ভাই-পিরোজপুরঃ
তারপরেতে করলাম বিয়া
জেলা পিরোজপুর
শ্বশুরবাড়ি যাইয়া শুনি
শ্বশুর গরুচোর।

Smile২০। রুবেল ভাই-বগুড়াঃ
তারপরেতে করলাম বিয়া -
জেলা বগুড়া -
বউ আমায় জোয়ান কয়না,
আমি নাকি বুড়া।

Smileরকি-বগুড়াঃ
তারপরেতে করলাম বিয়া
জেলা বগুড়া
আমার কথা মানেই নাতো
করে ঝগড়া।

২১।মোঃ মাজারুল ইসলাম ভাইয়ের দেওয়াঃ
Smile
তার পরেতে করলো বিয়া
জেলা গাইবান্ধা
সবি বৌয়ের ঠিক ছিলো
দুই চোখই আন্ধা।
Smile
২২।
এর পরেতে করলো বিয়া
জেলা নেত্রকোনা
বাসর করলো শুরু
চাচার টাকা গোনা।
Smile২৩।অনেক সাধে করলো বিয়া
জেলা নীলফামরী
বিয়ের রাতেই চাচী দিলো
চাচার সাথে আড়ি।

২৪।Smile চুপিশারে করলো বিয়ে
জেলা ঝিনইদহ
চাচাই শুধু জানতো তাহা
জানতো না আর কেহ।

Smile২৫।রুবেল ভাই-কুষ্টিয়াঃ
তারপরেতে করলাম বিয়া
জেলা কুষ্টিয়া
বউ আমায় ফালায় থুইয়া
করে পরকিয়া।
Smile২৬। রুবেল ভাই-ঝালকাঠি:
তারপরেতে করলাম বিয়া
জেলা ঝালকাঠি
বউ আমার শাড়ী পরে না -
পরে আমার টাইটি।
Smile২৭।রুবেল ভাই-কুমিল্লাঃ
তার পরেতে করলাম বিয়া
জেলা কুমিল্লা
বাসর রাইতেই বউ মরে
আমার মুখ করেছে কালা।

Smile২৮। মোঃ মাজারুল ইসলাম-হবিগঞ্জ
হবিগঞ্জে করে বিয়া
খেলো চাচা ধরা
শেষ বিয়েতে পরলো তাহার
হাতে হাত কড়া।

Smile২৯।মোঃ মাজারুল ইসলাম-পাবনা
চাচা যখন করলো বিয়ে
জেলা পাবনা
সেই খবর দেশে কারো
ছিলো না অজানা।

Smile৩০।মোঃ মাজারুল ইসলাম-রাজবাড়ীঃ
তাপরপরে করলো চাচা
বিয়ে রাজবাড়ী
বিয়ে দিনে ছোট শালায়
ভাঙ্গল মাথায় হাড়ী।
Smile৩০।মোঃ মাজারুল ইসলাম-মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের পানের ছিলো নাম
সেথায় বিয়ে করে চাচার
বেড়ে গেলো দাম।
Smile
ময়না মিঞা-মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে বিয়া করে
চাচা হলো বোকা
বিয়ের রাতেই বউ দেখে
খেয়ে যায় ধোঁকা।
৩১।মোঃ মাজারুল ইসলাম-রকক্সবাজারঃSmile
চাচা বড় ভ্রমন প্রিয় তাই
কক্সবাজারে সেই কারনে
করলো বিয়ে ভাই।
Smile৩২।মোঃ মাজারুল ইসলাম-নওয়াবগঞ্জঃ
নওয়াবগঞ্জে থাকতো ভাই
চাচার মাতৃকুল
সেথায় বিয়ে করতে চাচা
করেন নাই তাই ভুল।

Smile৩৩।মাসুম আহমদ-মাগুরাঃ
তারপরেতে করলাম বিয়া
জেলা মাগুরা,
যাহার সাথে ট্যাংকি মারে
গেলমান ছাগুরা ।

Smile৩৩।মাসুম আহমদ-চাঁদপুরঃ
তারপরেতে করলো বিয়া
জেলা চাঁদপুর,
স্নো পাউডার মাখিয়া বউ
সাজিয়া থাকে হুর।
Smile৩৪।মাসুম আহমদ-ফরিদপুরঃ
তারপরেতে করলাম বিয়া
জেলা ফরিদপুর
দাদা যাহার ডাকাত ছিল
বাবা হইল চোর ।

Smile৩৫।মাসুম আহমদ-মেহেরপুর
তারপরেতে করলাম বিয়া
জেলা মেহেরপুর,
যাহার সাথে প্রেম করছিল
পাশের বাড়ির নুর ।

Smile৩৬।ময়না মিঞা-মেহেরপুর
সুন্দরী একটা বউ পেলো
জেলা মেহেরপুর
বউ দেখে খুশি হয়ে
দুঃখ হয় দূর।

Smile৩৭।ময়না মিঞা-নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের মেয়ে ভালো
শুনলো চাচা আগে
বিয়ে দিনের গহনা দিতে
পড়লো বিপাকে।

৩৮।স্বপ্নবাজী-সুনামগঞ্জঃ
Smileতারপরেতে করলো বিয়া
সুনামগঞ্জ জেলায়
সময় পেলেই বউকে নিয়ে
হাওর বিলে বেড়ায়।

Smile৩৯।রুমী-সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের সুনাম শুনে
চাচা ভাবে মনে
এইখানেই শেষ বিয়া
আবার নাচে হিয়া ।

Smile৫০।মোঃ মাজারুল ইসলাম-গোপালগঞ্জঃ
পঞ্চাশ তম বিয়ে চাচা
করলো গোপালগঞ্জে
বিয়ে টা নয় আসল কথা
মুখ্য চাচীর ধনযে।

Share this post
Repost0
January 30 2011 7 30 /01 /January /2011 00:42


বর্ণমালায় উপদেশমূলক বাক্য।

অ-অসৎ সঙগ ত্যাগ কর।
আ-আলস্য দোষের আকর।
ই-ইক্ষু রস অতি মিষ্টি।
ঈ-ঈশ্বরকে বন্দনা কর।
উ-উগ্রভাব ভাল নয়।
ঊ-ঊর্ধব মুখে পথ চলিও না।
ঋ-ঋষিবাক্য শিরোধার্য।
এ-একতা সুখের মূল।
ঐ-ঐশ্বর্য রক্ষা করা কঠিন।
ও-ওষধি ফল পাকিলে মরে।
ঔ-ঔদার্য অতি মহৎ গুণ।
ক-কটুবাক্য বলা অনুচিত।
খ-খলকে বিশ্বাস করিও না।
গ-গর্ব করা ভাল নয়।
ঘ-ঘনাগমে বৃষ্টি হয়।
ঙ-
চ-চন্দ্রকিরণ অতি স্নিগ্ধ।
ছ-ছলনা করা বড় দোষ।
জ-জনক-জননী অতি পূজ্য।
ঝ-ঝগড়া করিলে বিপদ ঘটে।
ট-টঙকার ধনুর জ্যাশব্দ বটে।
ঠ-ঠকের বাক্য অবিশ্বাস্য।
ড-ডমরু শিবের বাদ্যযন্ত্র।
ঢ-ঢক্কা রণবাদ্য বিশেষ।
ত-তপস্বীরা বনে থাকেন।
থ-থপথপ করিয়া ভেক বলে।
দ-দরিদ্রকে অন্নদান কর।
ধ-ধর্মপথ অবলম্বন কর।
ন-নম্র হইতে চেষ্টা কর।
প-পন্ডিত লোক সভামান্য।
ফ-ফল দ্বারা পরিচয় হয়।
ব-বন্ধুর হিত করা কর্তব্য।
ভ-ভগ্নোৎসাহ হইও না।
ম-মন দিয়া বিদ্যাভ্যাস কর।
য-যত্ন করিলে রত্ন মিলে।
র-রবির কিরণ অতি প্রখর।
ল-লম্ফ দিয়া পথ চলিও না।
শ-শঠকে বিশ্বাস করিও না।
ষ-ষড় ঋতুর দেশ বাংলাদেশ।
স-সৎ পুত্র কুলের ভূষ্ণ।
হ-হটকারিতা বড় দোষ।
ক্ষ-ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ।

গুহা কথা বলে না।

এক সিংহ শিকারে বেরিয়ে সারাটা দিন বনে বনে ঘুরল।কিন্তু কোন আহার জোটাতে পারল না।খিদেয় তার ক্লান্তিতে কোন রকমে সে একটা গুহার সামনে এসে দাঁড়াল।তারপর উঁকি দিয়ে গুহা শূন্য দেখে ভেতরে গিয়ে ঢুকল।কিন্তু এই গুহায় বাস করত এক শেয়াল।সিংহ গুহার ভেতরে ঢুকেই ব্যাপারটা টের পেয়ে গেল।সে তখন এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল।এক সময় শেয়াল নিশ্চয়ই গুহায় ঢুকবে।তখন শেয়ালকে দিয়েই দিনের খাবারটা সারা যাবে,এই ভেবে তার মনটা খানিক হাল্কা হল।
খানিক পর শেয়াল ফিরে এল।কিন্তু গুহায় ঢুকতে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল।দেখল গুহার মুখে মাটিতে সিংহের পায়ের ছাপ।শেয়াল বড় সতর্ক প্রাণী।পায়ের ছাপ খুঁটিয়ে দেখে সে বুঝতে পারল একটা সিংহ গুহায় ঢুকেছে-তার ঢোকবার পায়ের ছাপই সদ দিকে ছড়িয়ে আছে।কিন্তু সে বেরিয়ে গেছে এমন পায়ের ছাপ কোথাও নেই।
শেয়াল গুহার মুখ থেকে পিছিয়ে গিয়ে ভাবতে লাগ্ল,না বাপু বিশেষ ভাবে পরীক্ষা না করে ভেতরে ঢুকছি না।সিংহ বড় বলবান জন্তু।একবার তার সামনে পড়ে গেলে প্রাণ বাঁচানো যাবে না।এই ভেবে শেয়াল গলা চড়িয়ে বলে উঠল,কি হে ভাই গুহা,আমি ফিরে এসেছি দেখেও তুমি আজ কথা বলছ না কেন?যদি আজ কথা না বল তাহলে এই আমি ফিরে চললাম।
গুহার অন্ধার কোণায় শুয়ে শুয়ে সিংহ শেয়ালের সব কথাই শুনতে পেল।শুনে ভাবল,গুহা নিশ্চয়ই অন্যদিন শেয়াল আসা মাত্র কথা বলে,তা না হলে সে কেন এভাবে বলবে।গুহা নিশ্চয় আজ আমাকে দেখতে পেয়ে ভায়ে কথা বলছে না।শেয়ালকে ফিরে যেতে দেওয়া যায় না।
যেমনি ভাবা অমনি সিংহ উচ্চৈঃস্বরে বলে উঠল,এস এস ভাই শেয়াল,আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম।এতক্ষণ কথা না বলে তোমাকে পরীক্ষা করে দেখেছিলাম। তুমি ভেতরে এসে বিশ্রাম কর।
সিংহের মেঘের গর্জনের মত গলা শুনতে পেয়ে শেয়ালের সন্দেহ দূর হল।সিংহ তার জন্যই গুহার ভেতরে ঘাপটি মেরে বসে রয়েছে।বাপরে! বরাতের জোরে প্রাণটা অকালে খোয়াতে হল না।সে তখন গলা চড়িয়ে বলল,একীরে বাবা! গুহা কথা বলে এমন কথা তো কখনো শুনিনি!বলেই একছুটে সেখান থেকে পালাল।
উপদেশঃ যে সদা সতর্ক থাকে সে বিপদ এড়াতে পারে।
আমার বাচ্চাদের আদর্শলিপি থেকে সংগ্রহ।
……………………………………………
সাবধান!আমাদের গুহায় ও রাজাকার নামের কিছু বিষাক্ত সাপ রয়েছে।সবাই মিলে ওদের বংশ নির্বংশ করতে হবে।

 

 
Share this post
Repost0

রঙ্গীলার রঙের দুনিয়া

  • : রঙ্গীলার রঙের দুনিয়া
  • : Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
  • Contact

Chat Box-চ্যাট বক্স

Search-অনুসন্ধান

Archives-আর্কাইভ

Page-পাতা

Category-ক্যাটাগরি